প্রকাশ: 07 Oct 2024 | 06:26pm | আপডেট: 14 Jan 2025 | 03:54pm
বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে আসবেন তিনি। নেইমারের আসার খবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন বলে জানান তিনি।
বাংলাদেশে মেসি-রোনালদো-নেইমারদের ফ্যানের অভাব নেই। আর্জেন্টিনা-ব্রাজিল, বা রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের মতো ক্লাবকে নিয়ে মাতামাতি দেখা যায় অনেক। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করে পুরো বিশ্বের নজর কাড়েন বাংলাদেশিরা। কাছ থেকে প্রিয় তারকাদের দেখার জন্য আকুল হয়ে থাকেন সমর্থকরা। এবার নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারবো।’ এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। রোনালদিনহো কয়েকজনের সঙ্গে দেখা করলেও মার্টিনেজ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সফররত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে ঘিরে থাকতে দেখা গিয়েছিল তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠ জনদের। সংক্ষিপ্ত সফর শেষে মার্টিনেজেরে বিদায় বেলায় একই সময়ে বিমানবন্দরে অবস্থান করছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দলের সঙ্গে বিদেশ সফর থেকে ফেরা জামাল বিমানবন্দরে মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। এ নিয়ে হয় তুমুল সমালোচনা। মার্টিনেজ ও রোনালদিনহো- দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। জানান, ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।
তিনি বলেন, ‘আমি চাইবো, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করবো। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করবো।’
বার্সেলোনায় সফল পাঁচ মৌসুম কাটিয়ে ২০১৭তে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন নেইমার। পরে ২০২৩-এ পাড়ি দেন সৌদি আরবের আল হিলাল ক্লাবে। চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে রয়েছেন নেইমার জুনিয়র